আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ জনের দলে জায়গায় পাননি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বিপিএলে নৈপুণ্য দেখিয়ে টেস্টের পর ওয়ানডে দলেও প্রথমবার সুযোগ পেয়েছেন তরুণ জাকির হাসান।
টেস্ট থেকে আগেই অবসরে যাওয়া মাহমুদউল্লাহ রয়েছেন টি-টুয়েন্টি দলের বাইরে। এবার ওয়ানডে থেকে জায়গা হারালেন তিনি। ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে ছিলেন না শরিফুল ইসলাম। এই সিরিজে আবার ডাক পেলেন বাঁহাতি এ পেসার। শরিফুল ছাড়াও দলে ফিরেছেন ইয়াসির রাব্বি।
১৮ মার্চ সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ইংল্যান্ডের বিপক্ষে খেলা সিরিজের দল থেকে আরো বাদ পড়েছেন তাইজুল ইসলাম। ফিরেছেন নাসুম আহমেদও।
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য আয়ারল্যান্ড দল রোববার সিলেট পৌঁছেছে। ১৫ মার্চ তারা খেলবে প্রস্তুতি ম্যাচ।
বাংলাদেশের ওয়ানডে দল
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, জাকির হাসান।