নেত্রকোনায় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী কেন্দুয়া বইমেলা-২০২৩ শুরু হতে যাচ্ছে।
‘পড়বো বই গড়বো দেশ, আঁধার হবে নিরুদ্দেশ’ এই স্লোগানে কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা। এবারের বইমেলায় ১৮টি স্টল অংশ নেবে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় মেলা উদ্বোধন করবেন কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য (এমপি) এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর। ঐদিন সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী এ বইমেলায় প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনরা মেলায় উপস্থিত থাকবেন।