বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ঢাকার মঞ্চেই গাইতে যাচ্ছেন নোবেল

  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ২৯৬ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:ভারতীয় চ্যানেল জি বাংলার ‘সা রে গা মা পা’-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন নোবেল। ঢাকার ছেলে হলেও দেশের মঞ্চে অনেক দিন পাওয়া যায়নি তাকে। তার অসংখ্য ভক্তকূল ‘সা রে গা মা পা’র আসরেই তার গান শোনার জন্য অপেক্ষা করেন। এবার ঢাকার মঞ্চেই গাইতে যাচ্ছেন নোবেল।

১৯ জুলাই যৌথভাবে এক কনসার্টের আয়োজন করতে যাচ্ছে এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইনমেন্ট। এতে নোবেল ছাড়াও আরও চমক হিসেবে থাকছেন আরও অংশ নিচ্ছেন বলিউডের ‘আশিকি ২’ ছবির ‘শুন রাহা হ্যায়’ গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া শিল্পী অঙ্কিত তিওয়ারি, বাংলাদেশের তাসনিম আনিকা ও ভারতের সানা খান।
পুরো আয়োজনটি সম্পর্কে আগাম জানাতে ২৯ জুন দুপুরে বিএফডিসি’র ৮নং ফ্লোরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হাসান, এটিএন ইভেন্টস এর ডিরেক্টর মাসুদুর রহমান, সানগ্লো এন্টারটেইনমেন্টের ডিরেক্টর (ইভেন্টস) মির্জা সাজিদ ও হেড অব অপারেশন আনিসুর রহমান।

এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হাসান বলেন, ‘দুই দেশের শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান সফল হবে বলে আশা করছি।’

জানান, এ কনসার্টে সিলভার টিকিটের জন্য লাগবে ২ হাজার, গোল্ড এর জন্য ৫ হাজার এবং ভিআইপি টিকিটের জন্য ১৫ হাজার টাকা। আগামী ৫ জুলাই থেকে ঢাকার বিভিন্ন রেস্তোঁরাসহ অনলাইনে পাওয়া যাবে কনসার্টের টিকিট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com