ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এ ম্যাচে জয় তুলে নিতে মরিয়া দুই দলই। কেননা ম্যাচটি জিতলেই সিরিজ শিরোপা নিশ্চিত হবে।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। ম্যাচটি মাঠে গড়াবে সকাল সাড়ে নয়টায়। আর খেলাটি দেখা যাবে বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
এদিকে সিরিজ নির্ধারণী ম্যাচে এক পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। মুর্শিদা খাতুনের পরিবর্তে দলে ফিরেছেন অভিজ্ঞ সোবহানা মোস্তারি। অন্যদিকে ভারতীয় স্কোয়াডে প্রিয়া পুনিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন শেফালি ভার্মা।
বাংলাদেশ একাদশ: শামিমা সুলতানা, সোবহানা মোস্তারী, ফারজানা হক, লতা মন্ডল, রিতু মনি, নিগার সুলতানা (অধিনায়ক), রাবেয়া খান, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।
ভারত একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, যশতীকা ভাটিকা, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমাহ রদ্রিগেজ, হারলীন দেওল, দীপ্তি শর্মা, আমানজট কৌর, স্নেহ রানা, দেবিকা বৈদ্য ও মেঘনা সিং।