জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দ্য স্টেট দুমা অব দ্য ফেডারেল অ্যাসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশনের আমন্ত্রণে মস্কো গেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সেখানে তিনি ‘ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম ২০১৯’- শীর্ষক কনফারেন্সে অংশ নেবেন। এজন্য সোমবার রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
স্পিকারের নেতৃত্বে কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এমপি এবং মো. জিল্লুল হাকিম এমপি। কনফারেন্সটি ১-২ জুলাই, মস্কোতে অনুষ্ঠিত হবে। কনফারেন্স শেষে ৫ জুলাই তাদের দেশে ফেরার কথা রয়েছে।