শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’-এর খসড়া অনুমোদন নিরাপত্তার স্বার্থে আমার বৈধ অস্ত্র আছে: আসিফ মাহমুদ

কুমিল্লায় প্রবাসীর বাবাকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১০৯ বার পঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলায় ইসহাক মিয়া নামে এক প্রবাসীর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ইব্রাহিম নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উপজেলার ইছাপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী আশরাফের ছেলে ইসহাক মিয়া।

স্থানীয়রা জানায়, দুই ছেলে প্রবাসে থাকার কারণে বাড়িতে একা থাকতেন ইসহাক। ফলে প্রতিপক্ষের লোকজন প্রায়ই তাকে নির্যাতন ও মারধর করত। শুক্রবার ইসহাক মিয়ার বাড়ির রাস্তা বন্ধ করে দেয় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জুম্মার নামাজও আদায় করতে পারেননি তিনি। শনিবার সকালে ইব্রাহিম ও তার ছেলেরা ইসহাকের ওপর হামলা চালায়। এ সময় ঘরে ঢুকে ইসহাককে পিটিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান মো. বিলাল হোসেন জানান, বসতভিটা ও বাড়ির ছাদ নিয়ে দুই পরিবারের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক সালিশ বৈঠক হয়। শনিবার সকালে প্রতিপক্ষের হামলায় ইসহাক মিয়া নিহত হন।

বুড়িচং থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম নামে একজনকে আটক করা হয়েছে।

বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com