আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। কর্মসূচির মধ্যে আছে রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
বুয়েটের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জানা যায়, দিবসটি উপলক্ষে আগামী ১৫ আগস্ট বুয়েট ছাত্র কল্যাণ পরিদফতর কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হবে। বুয়েটের বিভিন্ন ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক আলোকচিত্র প্রদর্শন করা হবে।
এছাড়া অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ঐদিন বাদ আসর বুয়েট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।