আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার রাতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্পাইস জেটের একটি বিমান। ওই বিমানটি জয়পুর থেকে মুম্বাইয়ে ফিরছিল।
বিমানবন্দরে অবতরণের সময় হঠাৎ রানওয়ের ওপর পিছলে যায় বিমানের চাকা। এরপরই বিমানটি রানওয়ে থেকে কিছু দূরে ছিটকে পড়ে। তবে এই ঘটনায় বিমানের আরোহীদের কারো কোন ক্ষতি হয়নি। বিমানের সব আরোহীই সুস্থ ছিলেন।
প্রবল বৃষ্টিপাতের কারণে রানওয়ে পিচ্ছিল হয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ওই দুর্ঘটনার পর ইতোমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বাই বিমানবন্দরের প্রধান রানওয়ে।
বিমানের বেশ কিছু ফ্লাইটের সময়ও পিছিয়ে দেয়া হয়েছে। বেশ কিছু বিমানকে মুম্বাই বিমানবন্দরে না নামিয়ে অনত্র নামানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।