শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

ত্রীর কাছ থেকে টাকা আদায়ে অপহরণ নাটক সাজান স্বামী

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৪ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অপহরণের নাটক সাজিয়ে স্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করার চেষ্টার অভিযোগে প্রতারক স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী ফারহানা ইয়াসমিন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ওই মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছে প্রতারক স্বামী ফয়সাল আহম্মেদ বিপ্লব।

স্থানীয়রা জানান, পীরগঞ্জ উপজেলার ভাকুড়া গ্রামের ফয়সাল আহম্মেদ বিপ্লবের স্ত্রী ফারহানা ইয়াসমিন বর্তমানে বেসরকারি সংস্থা ইএসডিও’র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ঠাকুরগাঁও সদরের মুন্সিরহাট শাখায় কর্মরত। তিনি সেখানের একটি ভাড়া বাসায় থাকতেন। ১১ বছর আগে ফয়সালের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ১০ বছর বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বিপ্লব দুই বছর ধরে ঢাকার মোহাম্মদপুর আদাবরে একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন। বিপ্লবের বাবা মকসেদ আলী আদাবরে একটি বাসাতে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে জনৈক ব্যক্তির কাছে টাকা পাবে বলে তার বাবাকে জানিয়ে মিরপুরের উদ্দেশে যান বিপ্লব। এরপর সন্ধ্যায়ও না ফেরায় এবং তার মোবাইল বন্ধ পাওয়ায় বিপ্লবের বাবা রাতেই আদাবর থানায় ছেলের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাত ১টার দিকে বিপ্লবের মোবাইল নম্বরের অবস্থান সিরাজগঞ্জ বলে জানা যায়।

বুধবার বিপ্লবের স্ত্রী ফারহানা ইয়াসমিন স্বামীর খোঁজে সিরাজগঞ্জ থানায় যান। সেখানে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিপ্লবের অবস্থান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বলে জানতে পারেন। ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশনায় পীরগঞ্জ থানা পুলিশ বিপ্লবকে খোঁজা শুরু করেন। এরমধ্যে বিপ্লবের চোখ ও হাতা-পা বাঁধা ছবি এবং একটি ভিডিও তার মেসেঞ্জার আইডি থেকে স্ত্রী ফারহানার মোবাইলের ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয়। এরপর এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিপ্লবের মোবাইল নম্বর থেকে তার স্ত্রী ফারহানার নম্বরে মেসেজ আসে।

বিষয়টি পুলিশকে জানান ফারহানা। এ অবস্থায় থানা পুলিশ ও ফারহানার পরিবারের লোকজন বিপ্লবকে খুঁজতে থাকে। বুধবার সন্ধ্যায় ফারহানা জানতে পারেন, তার স্বামী বিপ্লবকে পীরগঞ্জ পৌর শহরের শহিদ অধ্যাপক গোলাম মোস্তফা সড়কে রিফাত ট্রেডার্স নামে একটি পুরাতন মোটরসাইকেলের শোরুমে দেখা গেছে। পরে সেখানে অভিযান চালায় এবং মোটরসাইকেল সার্ভিসিং রুম তল্লাশি করে বিপ্লবকে বাঁধার রশি, কাপড়ের টুকরা ও একটি চেয়ার জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ওই মোটরসাইকেল শোরুমের কর্মচারী মাসুম ও সুমনকে আটক করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে মূলত স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ের জন্যই ওই পুরাতন মোটরসাইকেল শোরুমের সার্ভিসিং কক্ষে বিপ্লবের পরামর্শে অপহরণ নাটক সাজানো হয়। এ ঘটনায় স্বামী বিপ্লব, মোটরসাইকেল শোরুমের কর্মচারী মাসুম ও সুমন এবং ভাকুড়া গ্রামের আমিনুল ইসলামকে আসামি করে থানায় মামলা করেন ফারহানা ইয়াসমিন।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম কুমার পাঠক বলেন, স্ত্রীর কাছ থেকে টাকা আদায় করতে এ নাটক সাজান বিপ্লব। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের সাজানো সেই নাটকের রহস্য উদঘাটন ও অপহরণ নাটকের আলামত জব্দ করে। এ ঘটনায় দুইজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। তবে পলাতক রয়েছে প্রতারক স্বামী ফয়সাল আহম্মেদ বিপ্লব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com