সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে জরিমানার কবলে রোহিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৭১ বার পঠিত
India's captain Rohit Sharma (L) gestures during the Asia Cup 2023 Super Four one-day international (ODI) cricket match between India and Sri Lanka at the R. Premadasa Stadium in Colombo on September 12, 2023. (Photo by FAROOQ NAEEM / AFP) (Photo by FAROOQ NAEEM/AFP via Getty Images)

চলমান ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। তিন ম্যাচ খেলে সবগুলোতেই জয়ের দেখা পেয়েছে তারা। নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে জরিমানার কবলে পড়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

জানা যায়, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভেঙেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে মুম্বাই থেকে পুনে যান তিনি। সেই যাওয়ার পথেই দ্রুত গতিতে গাড়ি চালানোয় জরিমানা হয়েছে এই অভিজ্ঞ ক্রিকেটারের।

একবার কিংবা দুইবার নয়, তিনবার নির্দিষ্ট গতির থেকে বেশি গতিতে গাড়ি চালিয়েছেন ভারত অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর সস্ত্রীক মুম্বাইয়ে ফিরেছিলেন রোহিত শর্মা। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দলের সঙ্গে যোগ দিতে পুনেতে যান।

মুম্বাই থেকে পুনেতে সস্ত্রীক নিজেই গাড়ি চালিয়ে যান রোহিত। মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ট্রাফিকের নিয়ম ভাঙেন ভারতের এই ওপেনার। তবে কত টাকা তাকে জরিমানা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

এদিকে ভারতের অধিনায়কের বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে ভালোভাবে দেখেনি ভারতের ট্রাফিক পুলিশ। এক বিবৃতিতে তারা জানায়, ‘বিশ্বকাপের মধ্যে ভারত অধিনায়কের এভাবে বেপরোয়া হয়ে গাড়ি চালানো ঠিক নয়। তার উচিত ছিল দলের সঙ্গে বাসে যাওয়া। রোহিত যা করেছেন সেটি মোটেও ঠিক করেননি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com