ঐতিহাসিক এক জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ওয়ানডের পর কিউইদের মাটিতে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটেও প্রথম জয় পেয়েছে নাজমুল হোসেন শান্ত’র দল। অবশ্য নিউজিল্যান্ডের দেওয়া তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শেষদিকে কিছুটা চাপে পড়েছিল টাইগাররা।
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথমবারের মতো সেই টি-২০ জয়ে বড় অবদান রেখেছিলেন লিটন দাস। ইনিংস শুরু করতে নেমে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ ওপেনার। চমৎকার এই ইনিংসের পথে দারুণ একটি কীর্তিও গড়েছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ রানে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন এই কিপার-ব্যাটসম্যান।
নেপিয়ারে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে ১৩৪ রান থামিয়ে ৮ বল আগে জয়ের বন্দরে পৌঁছে গেছে সফরকারীরা।
বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ের কারিগরদের একজন লিটন ১ ছক্কা ও ২ চারে ৩৬ বলে খেলেন ৪২ রানের অপরাজিত ইনিংস। ৭৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটনের রান এখন ১৭১২। টপকে গেছেন তিনি সমান ম্যাচে ১৭০১ রান করা তামিমকে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন লিটন। ১২১ ম্যাচে ২১২২ রান করে দ্বিতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ। ১১৭ ম্যাচে ২৩৮২ রান করে শীর্ষে সাকিব আল হাসান।