দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৭৯ পরিদর্শকসহ পুলিশের ১৪৭ সদস্যকে বদলির প্রস্তাবে সম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭৯ পরিদর্শক ও এসআইসহ ১৪৭ পুলিশ সদস্য বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিশন। এছাড়া পুলিশ সদর দফতরের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রস্তাবে ইসি সম্মতি দিয়েছে। আর একজন এসআইকে বদলির নির্দেশনা দিয়েছে ইসি।
তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা, যা শেষ হবে আগামী ৫ জানুয়ারি। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।