রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

রাজবাড়ীতে দেশের সর্ববৃহৎ রেলের মেরামত কারখানা হবে: রেলমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৫২ বার পঠিত

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রাজবাড়ীতে দেশের সর্ববৃহৎ রেলের মেরামত কারখানা হবে। রেলের বেদখল হওয়া জমি ও কোয়ার্টার উদ্ধারে জোড়ালোভাবে নির্দেশ দেওয়া হয়েছে। রাজবাড়ী জেলা পুনরায় রেলের শহর হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করবে।

শনিবার বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি সব দফতর প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো. জিল্লুল হাকিম বলেন, যারা আগুন সন্ত্রাস করে, জনগণের জীবনহানি ঘটায়, মানুষ পোড়ায়- এরা তথাকথিত রাজনৈতিক সন্ত্রাসী। মানুষকে পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যায় না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে রাজনীতিকে কলুষিত করছে, জাতীয় সম্পদ নষ্ট করছে, জনগণ কোনোভাবেই তাদের সমর্থন করবে না। এ কাজ চালালে তারা জীবনেও রাজনৈতিক ফয়দা লুটতে পারবে না।

তিনি বলেন, নেত্রী আমাকে মন্ত্রী বানিয়ে রাজবাড়ীবাসীকে সম্মানিত করেছেন। রাজবাড়ীবাসী প্রথমবার কোনো পূর্ণমন্ত্রী পেল। এসময় রাজবাড়ী জেলাকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধিশালী জেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com