এক মাসের মধ্যে তিনবার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। আগের দুই দেখায় রিয়াল ও অ্যাথলেটিকোর জয় ছিল একটি করে। কিন্তু সোমবার রাতে তৃতীয় দেখায় জেতেনি কোনো দলই। লিগের এই ম্যাচ শেষ হয়েছে ১-১ সমতায়।
এদিন ব্রাহিম দিয়াস রিয়ালকে এগিয়ে নেয়ার পর শেষ দিকে অ্যাথলেটিকোকে সমতায় ফেরান মার্কোস লরেন্তে। এই ড্রয়ের পরেও শীর্ষস্থানে আছে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৮। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে জিরোনা আছে দুইয়ে। আর ৫০ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা এবং ৪৮ পয়েন্টে চারে অ্যাথলেটিকো।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ যে দুই ম্যাচ হেরেছে তা এই অ্যাথলেটিকোর কাছেই। তাই সান্তিয়াগো বার্নাব্যুতে আজকের ম্যাচ যে সহজ হবে না ধারণা করা হচ্ছিল। কিন্তু ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালায় রিয়াল।
আক্রমণে চাপ অব্যাহত রেখে প্রথমার্ধের ২০তম মিনিটে গোল আদায় করে নেয় লস ব্লাঙ্কোসরা। অ্যাথলেটিকোর বক্সে কয়েক দফা প্রচেষ্টার পর ছয় গজ বক্স থেকে বল জালে পাঠান ব্রাহিম দিয়াস।
দ্বিতীয়ার্ধে রিয়াল ব্যবধান বাড়ানো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। তবে চেষ্টা অব্যাহত রেখে যোগ করা তৃতীয় মিনিটে অ্যাথলেটিকো পেয়ে যায় গোল। রিয়ালের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে আনার গোলটি করেন মার্কোস লরেন্তে।