অনলাইন ডেস্ক : হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো। একসময় গ্রামবাংলার শিশু-কিশোর থেকে শুরু করে সববয়সী মানুষ কাজের ফাঁকে, ব্যস্ততার ফাঁকে বিভিন্ন ধরনের খেলায় মেতে থাকতো। বাড়ির উঠান থেকে শুরু করে রাস্তার আনাচে-কানাচে ও খোলা মাঠে চলতো খেলাধুলা। কিন্তু প্রযুক্তির দাপটে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার অধিকাংশ খেলাই।
গ্রামবাংলায় এক সময় হা-ডু-ডু, কাবাডি, ঘুড়ি উড়ানো, দাঁড়িয়াবান্ধা, ডাংগুলি, গোল্লাছুট, কুস্তিু, কানামাছি, ঘোড়দৌড়, লবণ কোঠা, লাঠি খেলা এবং পানিতে নেমে টগা, দীর্ঘ লাফ, মোরগ যুদ্ধ এসব খেলা ছিল অন্যতম। নানা কারণে এসব খেলা আজ হারিয়ে যেতে বসেছে।
তবে এসব খেলা টিকিয়ে রাখার তাগিদ উঠে আসছে বিভিন্ন মহল থেকে। ঐতিহ্যের প্রতি দায় ও বিনোদনের নিজস্বতার জায়গা থেকে এই দাবি জোরালো হচ্ছে। সেই চেষ্টাও চলছে।
গ্রামবাংলার অনেক স্থানে উৎসবের আকারে এসব খেলার আয়োজন করা হচ্ছে। জমজমাট প্রতিযোগিতার আয়োজনও হচ্ছে স্থানীয় উদ্যোগে।