ঝালকাঠির বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মোবাইল মালিকের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল।
এসপি জানান, ঝালকাঠি জেলার বিভিন্ন স্থান থেকে পৃথক সময়ে ১৬টি মোবাইল হারিয়ে যায়। হারিয়ে যাওয়া মোবাইলের মালিক আমাদের কাছে আইনের আশ্রয় নেন। পরামর্শ অনুযায়ী তারা সাধারণ ডায়েরি করলে তথ্যপ্রযুক্তির সাহায্যে ট্র্যাকিং করে মোবাইলগুলো উদ্ধার করতে সক্ষম হই। মোবাইলের প্রকৃত মালিককে ডেকে এসব হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, এছাড়াও ডাকাতি মামলার ১০, অপহরণ মামলার ১, হত্যা মামলার ৯ ও মাদক মামলার ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সবর্দা সচেষ্ট ও তৎপর রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান প্রমুখ।