সিটিজেন প্রতিবেদকঃবাংলাদেশের ফুটবল কোচ ও খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে অবদান রাখতে আর্জেন্টিনার কোনো ফুটবল ক্লাব ঢাকায় সফর করতে পারে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেয়ো কেসা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
পোস্টে জানানো হয়, বাংলাদেশের তুলা উন্নয়ন বোর্ড এবং আর্জেন্টিনার জাতীয় কৃষি ইনস্টিটিউটের মধ্যে একটি কাঠামো চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং এ বিষয়ে রাষ্ট্রদূত উপদেষ্টাকে অবহিত করেন।
ফুটবল সহযোগিতার বিষয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের খেলার মান বৃদ্ধির জন্য তারা অবদান রাখতে পারে। এজন্য আর্জেন্টিনার কোনও ফুটবল ক্লাব ঢাকা সফর করতে পারে।
দুই দেশের মধ্যে কৃষিখাত সহযোগিতা ছাড়াও বাণিজ্য, জ্বালানি, ফুটবলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের তুলা উন্নয়ন বোর্ড এবং আর্জেন্টিনার জাতীয় কৃষি ইনস্টিটিউটের মধ্যে একটি কাঠামো চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং এ বিষয়ে রাষ্ট্রদূত উপদেষ্টাকে অবহিত করেন।
উপদেষ্টা আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে আর্জেন্টিনার অবদানের প্রশংসা করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনে বাংলাদেশের অবস্থানের পক্ষে অব্যাহত সমর্থনের অনুরোধ জানান। উভয়পক্ষ মনে করে, দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা উচিত।