আন্তর্জাতিক ডেস্কঃ সুদানে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতের বাড়িতে হামলা হয়েছে। আমিরাতের অভিযোগ সুদানের সেনা বাহিনী একাজ করেছে। কিন্তু সেনার অভিযোগ, বিদ্রোহী আরএসএফ এর সঙ্গে জড়িত।
সোমবার সংযুক্ত আরব আমিরাতের তরফে অভিযোগ করা হয়, সুদানের রাজধানীতে তাদের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা মারা হয়েছে। এর ফলে বাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। রাষ্ট্রদূত অবশ্য সুরক্ষিত আছেন।
ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, আরব আমিরাতের অভিযোগ সুদানের সেনাবাহিনী একাজ করেছে। কিন্তু সেনারা দাবি করছে, বিদ্রোহী আরএসএফ এর সঙ্গে জড়িত।
এদিকে আরব আমিরাত বলছে, হামলার পর দেশটির রাষ্ট্রদূত সুরক্ষিত আছেন।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার পিছনে সুদানের সেনা বাহিনীর হাত আছে। তাদের দিকে সরাসরি আঙুল তোলে আমিরাত।
সুদানে গৃহযুদ্ধ চলছে। সেখানে সেনাবাহিনীরই একটি অংশ আরএসএফ সরকার এবং সেনা প্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে।
বিনা জবাবে ইসরাইল পার পাবে না: ইরানবিনা জবাবে ইসরাইল পার পাবে না: ইরান
দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই লক্ষাধিক মানুষ উদ্বাস্তু হয়েছেন। আশপাশের দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। পরিস্থিতি এমনই যে যে কোনো মুহূর্তে সুদানে বড়সড় দুর্ভিক্ষ দেখা দিতে পারে।