মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ছাত্র আন্দোলন শহীদ হলেন রাকিবুল ইসলাম রনি

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৪ বার পঠিত

সিটিজেন ডেক্স : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার গুন্ডা বাহিনির গুলিতে নিহত হন কলেজ শিক্ষার্থী মো: রাকিবুল ইসলাম প্রামাণিক রনি (১৯)।

তার পিতার নাম আব্দুল কুদ্দুস প্রমানিক।

রনির পিতা কুদ্দুস প্রামাণিক বলেন,
গত ০৪ আগষ্ট ২০২৪ইং তারিখ সকাল অনুমান ১১:০০ ঘটিকার সময় যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-কুমিল্লা প্রধান সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালি সময় তার ছেলে রনিকে আওয়ামী লীগের গুন্ডা বাহিনি এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে।

পারিবারিক সুত্রে জানা যায়, আন্দোলনে নিহত রনি যাত্রাবাড়ী আদর্শ হাইস্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ২য় বর্ষের ছাত্র।
তারা ৩ ভাই ১ বোন, ভাই বোনের মধ্যে সে সবার ছোট।

গত জুলাই ২৪-এ সমগ্র দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন সৃষ্টি হয়। ঐ সময় সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনীর হাতে ছাত্র-জনতা নৃশংসভাবে হত্যার স্বীকার হয়।
সাধারণ ছাত্র-জনতার উপর উপর্যুপরি গুলিতে ঘটনাস্থলেই অনেক সাধারণ মানুষ আহত এবং নিহত হন।

এ হত্য কান্ড সংগঠিত হয় যাত্রাবাড়ী থানার সামনে এবং প্রধান সড়কে।

শহীদ রনির পিতা আব্দুল কুদ্দুস প্রামাণিক বলেন,গত ০৪ আগষ্ট ২০২৪ইং তারিখ সকাল অনুমান ১১:০০ ঘটিকার সময় যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-কুমিল্লা প্রধান সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কর্মসূচীতে অংশ নেয়।
এ সময় মো: রাকিবুল ইসলাম প্রামাণিক (রনি) (১৯) এর উপরে অতর্কিত হামলা চালানো হয়।
আওয়ামী সন্ত্রাসীরা তাকে পিস্তলের গুলিতে এবং দেশীয় অস্ত্র, লোহার রড, চাপাতি দিয়া এলোপাতাড়ি কোপায়। হামলার ঐ সময় স্থানীয় আন্দোলনকারীদের মধ্যে থেকে রনিকে রক্ষা করতে আসলে উদ্ধারকারী অনেকেই আহত হয়।আশংকাজনক অবস্থায় তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছেলের মৃত্যুর খবর পেয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া।সন্তান হারিয়ে পাগল প্রায় তার পিতা- মাতা।
সন্তান হত্যার বিচার চেয়ে দুই একদিনের মধ্য আবদুল কুদ্দুস প্রামাণিক যাত্রাবাড়ী থানায় মামলা করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com