উত্তরায় ছাত্র দলের ইফতার মাহফিল অনুষ্ঠিতউত্তরা সংবাদ দাতা ঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনা করে উত্তরা পশ্চিম থানা ছাত্র দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল ৪ টা থেকে শুরু হওয়া আলোচনা, মিলাদ মাহফিল অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
পাশাপাশি জুলাই-২৪ আগষ্ট গণ-অভ্যুত্থানসহ দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস বিরোধী আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং ঔ সময় আহতদের সুস্বাস্থ্য কামনা করে ও দোয়া করা হয়।
উত্তরা পশ্চিম থানা ছাত্র দলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের
যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক এনাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শামছুল আলম খান শোয়েব।
ইফতার মাহফিল ও আলোচনা সভায়
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রবিউল আউয়াল ভূইয়া রবি, সিনিয়র সহ-সভাপতি ছাত্রদল ঢাকা মহানগর উত্তর।
ইফতার মাহফিল অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাহাত।
এ সময় উত্তরা পশ্চিম থানা ছাত্রদল সভাপতি এস এ খান শোয়েব তাদের ইফতার মাহফিল বাস্তবায়নের ক্ষেত্রে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে
উত্তরা পশ্চিম থানা ছাত্রদল গরীব অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম ঈদের আগ পর্যন্ত ধারাবাহিক ভাবে চলমান থাকবে।