বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: ২০০২ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই ও মাধুরী দিক্ষীতের ত্রিভূজ প্রেমের ব্লকবাস্টার ছবি ‘দেবদাস’। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ওই এক ছবি থেকেই ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছিলেন শাহরুখ খান ও ঐশ্বরিয়া। ছবিতে শাহরুখ নাম ভূমিকায়, ঐশ্বরিয়া রাই পার্বর্তী ওরফে পারু এবং মাধুরী দিক্ষীত চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছিলেন।
‘দেবদাস’ মুক্তির ১৭ বছর পেরিয়ে গেছে। এত বছর পর সে ছবি নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন নব্বইয়ের দশকের সুপারহিট নায়ক গোবিন্দ। জানিয়েছেন, ব্লকবাস্টার ‘দেবদাস’-এ অভিনয়ের প্রস্তাব নাকি তিনি ফিরিয়ে দিয়েছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হয়ে এমন দাবিই করেন এক সময়ের ড্যান্স হিরো গোবিন্দ। তিনি বলেন, পার্শ্ব চরিত্রে কাজ করবেন না বলেই পরিচালক বানসালিকে সে সময় না বলে দিয়েছিলেন।
‘দেবদাস’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম চুনিলাল। যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন হালের সুপারস্টার টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফ। কিন্তু জ্যাকির আগে নাকি গোবিন্দকে এই চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন পরিচালক বানসালি। গোবিন্দর দাবি, ‘সে সময় আমি সুপারস্টার। তাই বানসালিকে প্রশ্ন করেছিলাম, আমাকে পার্শ্ব চরিত্রে কেন ভাবা হচ্ছে। একমাত্র শাহরুখ নিজে ফোন করে আমাকে ডাকলে বন্ধুত্বের খাতিরে চুনিলালের চরিত্রটি করব।’
শুধু শাহরুখের ‘দেবদাস’ নয়, তখনকার অ্যাকশন সুপারস্টার সানি দেওলের ‘গাদ্দার’, প্রয়াত নায়িকা শ্রীদেবী ও ঋষি কাপুর অভিনীত ‘চাঁদনি’ ছবি দুটিতে অভিনয়ের প্রস্তাবও নাকি ফিরিয়ে দিয়েছিলেন ‘কুলি নাম্বার ওয়ান’ খ্যাত গোবিন্দ। নায়কের দাবি, ‘‘গাদ্দার’ ছবির যে চিত্রনাট্য আমাকে পড়ে শোনানো হয়েছিল, তাতে অনেক গালিগালাজ ছিল। সে কারণে ছবিটি করতে রাজি হইনি।’