বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেল ও গ্যাসে আরও বিনিয়োগের প্রয়োজন হতে পারে: আইইএ ডিসিসিআই সভাপতি ও জাপানের রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক বৈঠক জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বাংলাদেশের সংবিধানে প্রতিবন্ধী শব্দ বলতে কিছু নেই; আমির খসরু মাহমুদ ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য : উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা অবৈধ জুয়ার অ্যাপের প্রচার, উর্বশী-মিমিকে ইডির তলব নেপালে লুট করা জিনিস কেনা বা বিক্রির বিরুদ্ধে সতর্কতা জারি অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন না উইলিয়ামসন

‘দেবদাস’ করেননি গোবিন্দ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৩২২ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: ২০০২ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই ও মাধুরী দিক্ষীতের ত্রিভূজ প্রেমের ব্লকবাস্টার ছবি ‘দেবদাস’। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ওই এক ছবি থেকেই ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছিলেন শাহরুখ খান ও ঐশ্বরিয়া। ছবিতে শাহরুখ নাম ভূমিকায়, ঐশ্বরিয়া রাই পার্বর্তী ওরফে পারু এবং মাধুরী দিক্ষীত চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছিলেন।

‘দেবদাস’ মুক্তির ১৭ বছর পেরিয়ে গেছে। এত বছর পর সে ছবি নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন নব্বইয়ের দশকের সুপারহিট নায়ক গোবিন্দ। জানিয়েছেন, ব্লকবাস্টার ‘দেবদাস’-এ অভিনয়ের প্রস্তাব নাকি তিনি ফিরিয়ে দিয়েছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হয়ে এমন দাবিই করেন এক সময়ের ড্যান্স হিরো গোবিন্দ। তিনি বলেন, পার্শ্ব চরিত্রে কাজ করবেন না বলেই পরিচালক বানসালিকে সে সময় না বলে দিয়েছিলেন।

‘দেবদাস’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম চুনিলাল। যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন হালের সুপারস্টার টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফ। কিন্তু জ্যাকির আগে নাকি গোবিন্দকে এই চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন পরিচালক বানসালি। গোবিন্দর দাবি, ‘সে সময় আমি সুপারস্টার। তাই বানসালিকে প্রশ্ন করেছিলাম, আমাকে পার্শ্ব চরিত্রে কেন ভাবা হচ্ছে। একমাত্র শাহরুখ নিজে ফোন করে আমাকে ডাকলে বন্ধুত্বের খাতিরে চুনিলালের চরিত্রটি করব।’

শুধু শাহরুখের ‘দেবদাস’ নয়, তখনকার অ্যাকশন সুপারস্টার সানি দেওলের ‘গাদ্দার’, প্রয়াত নায়িকা শ্রীদেবী ও ঋষি কাপুর অভিনীত ‘চাঁদনি’ ছবি দুটিতে অভিনয়ের প্রস্তাবও নাকি ফিরিয়ে দিয়েছিলেন ‘কুলি নাম্বার ওয়ান’ খ্যাত গোবিন্দ। নায়কের দাবি, ‘‘গাদ্দার’ ছবির যে চিত্রনাট্য আমাকে পড়ে শোনানো হয়েছিল, তাতে অনেক গালিগালাজ ছিল। সে কারণে ছবিটি করতে রাজি হইনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com