নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা সিলেট মহাসড়কে ঈদযাত্রায় যানজটে ঘরমুখো মানুষের ভোগান্তি হচ্ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার এলাকায়। তবে ফ্লাইওভারটির নির্মাণ প্রায় সম্পন্ন হলেও উদ্বোধন করা হয়নি এ অবস্থায় মানুষের ভোগান্তি লাঘবে ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে মহাসড়কে যানবাহনের চাপ কমে গিয়ে ভোগান্তি কমেছে যাত্রীদের।
গতকাল শুক্রবার আনুষ্ঠানিকতা ছাড়াই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
স্থানীয়রা বলছেন, ঢাকা-সিলেট মহাসড়কের যে যানজটটি এখানে ছিল সেটি এখন একেবারেই নেই। ফ্লাইওভারটি খুলে দেয়ায় ঘরমুখো মানুষের স্বস্তি এসেছে।
পুলিশ জানায়, গত দু’দিন ধরেই খুব চেষ্টা করেও যানজট নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। তবে ফ্লাইওভারটি খুলে দেওয়ার ফলে যানজট একেবারেই নেই।
ভুলতা ফ্লাইওভারের প্রকল্প পরিচালক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবুল সালেহ মো. নুরুজ্জামান গণমাধ্যমকে ফ্লাইওভার খুলে দেওয়ার বিষয়টি সম্পর্কে জানান, পাট ও বস্ত্রমন্ত্রী এ সংসদীয় আসনের এমপি গোলাম দস্তগীর গাজী ও জেলা ট্রাফিক বিভাগের অনুরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়েছে।