সুদানে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় এ পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে।দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, জুলাইয়ের শুরু থেকেই দেশটিতে ভারী বৃষ্টিপাত চলছে। এর ফলে সুদানের ১৫ প্রদেশে প্রায় ২ লাখ মানুষের জীবনযাপন বিপর্যস্ত। এর মধ্যে হোয়াইট নাইল প্রদেশ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।সুদানে বন্যায় অর্ধশতাধিক মৃত্যু
আকস্মিক বন্যায় প্রায় দুই মাসে ৩৭ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। চলতি বর্ষায় আরও কয়েক দফা বন্যা আঘাত হানার আশঙ্কা রয়েছে।
অক্টোবরের শেষ পর্যন্ত সুদানে বর্ষাকাল চলবে।বন্যায় ঘরহারা লোকজনদের জন্য ওয়াদ রামলিসহ বেশকিছু এলাকায় আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে।