বিনোদন প্রতিবেদক, সিটিজেন নিউজ: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হোস্টন শহরে গান গাইবেন বাংলাদেশি গায়ক নোবেল। আগামী শনিবার ভারতীয় গায়ক শুভম মৈত্রের সঙ্গে ওই অনুষ্ঠানে গান গাইবেন সারেগামাপা খ্যাত নোবেল।
গতকাল মঙ্গলবার নোবেল তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানান, আগামী শনিবার ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হোস্টন ইউনিভার্সিটির কুলেন পারফরমেন্স হলে গান গাইবেন। অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। তবে ওই অনুষ্ঠানের দর্শকদের জন্য দরজা খুলে দেওয়া হবে সন্ধ্যা ৭টা নাগাদ।
অনুষ্ঠানের পোস্টারের একটি ছবিও শেয়ার করেছেন নোবেল। তাতে দেখা যাচ্ছে, এরই মধ্যে পাঁচশ ডলার মূল্যের ভিভিআইপি টিকিটগুলো বিক্রি হয়ে গেছে। এমনকি আড়াইশ ডলারের ভিআইপি টিকিট বিক্রিও শেষ। তবে ভিআইপি টিকিটের মধ্যে কেবল একশ ও ৫০ ডলারেরগুলো পাওয়া যাচ্ছে।
এছাড়া ২০ ডলারের টিকিট বিক্রি হচ্ছে। শিক্ষার্থীরাও চাইলে ২০ ডলারের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে সে ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ বছরের নিচে।
গায়ক নোবেল ওই স্ট্যাটাস দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই এক হাজারের বেশি মানুষ তাতে রিঅ্যাকশন জানান। এছাড়া শতাধিক ফেসবুক ব্যবহারকারী তাকে শুভ কামনা জানান। এরই মধ্যে অনেকেই নোবেলের স্ট্যাটাসটি শেয়ার করেছেন।