নিজস্ব প্রতিবেদক: ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার রংপুরের পীরগঞ্জের স্কুলছাত্রী সুরভীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিএনপির ‘নারী ও শিশু অধিকার ফোরাম’।
শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুরভীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এই আশ্বাস দেয়।
গত ১৪ সেপ্টেম্বর পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নের চন্ডিপুর শাহাপাড়া গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে সুরভীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবার। সুরভী পীরগঞ্জ ইউনিয়নের চককরিম গ্রামের হিরু মিয়ার মেয়ে। সে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
বিএনপির প্রতিনিধি দল পরিবারটিকে তারেক রহমানের পক্ষে কিছু আর্থিক সহায়তা দেয়।
প্রতিনিধি দলে ছিলেন ফাহিমা নাসরীন মুন্নি, ডা. রফিকুল ইসলাম, আসিফ আলতাফ। স্থানীয় নেতাকর্মীরা ঢাকা থেকে যাওয়া প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।
সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় জানিয়ে নিপুণ রায় বলেন, ‘আমরা পরিবারটিকে সান্ত¦না দেয়ার চেষ্টা করেছি। আমরা অবিলম্বে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আসলে দেশে এই সরকারের আমলে নারী শিশু বৃদ্ধ কোনো বয়সের মানুষ নিরাপদ নয়। এই সরকার যতদিন থাকবে এই অবস্থাও চলতে থাকবে। তাই আমাদেরকে এই সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।’