বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

‘বিপিএল জট’ খুলবে আজই?

  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৫৪ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: ডিসেম্বরের প্রথম সপ্তাহে (৪ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন, ৬ ডিসেম্বর মাঠের খেলা শুরু) আসর শুরু। দিনক্ষণের হিসেব করলে ৬৫ দিনের মতো বাকি। ওদিকে আবার অক্টোবরের মাঝামাঝি প্লেয়ার্স ড্রাফটও সেরে ফেলতে হবে। তাই সময়ের তাড়া আছেই।

সে কারণে আগেভাগে বলা হয়েছে, এবারের নতুন বিপিএলের রুপরেখা যাই হোক, কোন স্পন্সর পার্টনার থাকুক না থাকুক, যদি থাকেন তারা কারা? আগের সাত ফ্র্যাঞ্চাইজির কেউ? নাকি এবারের আসরে নতুন সংযোজন ঘটবে- সব কিছুই সেপ্টেম্বরে’র ভিতর শেষ করার কথা ছিল।

আর তাই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন রোববার বা সোমবারের মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সির মিটিংয়ের কথা বলেছেন। গত শুক্রবার নিজ বাড়িতে ক্যাসিনো ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে বিসিবি প্রধান বিপিএল প্রসঙ্গ তুলে বলেন, ৬ থেকে ৬টি আগ্রহী স্পন্সর পার্টনার এরই মধ্যে যোগাযোগ করেছেন। বিপিএল ব্যবস্থাপনা পরিষদের সভায় সেখান থেকে পর্যালোচনা করে স্পন্সর পার্টনার ঠিক করা হবে।

কাজেই আজ বিপিএল গভর্নিং কাউন্সিলের সে সভা হবার কথা। এখন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কথামত বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা হলে আজই জানা যাবে, এবারের আসরের স্পন্সর পার্টনার হিসেবে কেউ থাকবেন কি না? থাকলে তারা কারা? বিসিবি কোন রূপরেখায় এবারের বিপিএল চালাবে? বোর্ডের ভূমিকা কী থাকবে? দল গঠন, অর্থায়ন, ব্যবস্থাপনা, কোচ নিয়োগ সবই কি বিসিবি ঠিক করে দেবে? নাকি যারা স্পন্সর পার্টনার হবেন, তাদের হাতেও কিছু দায়-দায়িত্ব থাকবে? ঘুরিয়ে বললে পার্টনার হিসেবে যারা থাকবেন, তাদের ভূমিকাটিই বা কী হবে? এর কোনোটাই এখনও পরিষ্কার নয়। খোঁজ নিয়ে জানা গেছে, বোর্ডের অভ্যন্তরে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের শীর্ষ কর্তারাও ঠিক জানেন না, আসলে কী হবে?

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন শীর্ষ পরিচালক যারা বিপিএল ব্যবস্থাপনা পরিষদের সাথেও জড়িত, তারা পরিষ্কার বলেছেন, আসলে কি হবে? সব বোর্ড সভাপতি জানেন, তিনিই সব কিছু ঠিক করে দেবেন। শুধু এইটুকু জানা, এবারের বিপিএল আর আগের মত হবে না।

আগে যেমন ছিল ফ্র্যাঞ্চাইজিরাই শেষ কথা। ক্রিকেটার, কোচ নিয়োগ, অর্থায়ন, ব্র্যান্ডিং- সবই করতেন ফ্র্যাঞ্চাইজিরা। এবার আর তা হবে না। আসর হবে জাতির পিতা, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বিসিবি শুধু আয়োজক- ব্যবস্থাপকই থাকবে না। পাশাপাশি নিজ গরজ ও খরচে দলও চালাবে। অর্থ্যাৎ কোনো ফ্রাঞ্চাইজিই থাকবে না।

কিন্তু আসলে কার্যক্ষেত্রে বিসিবির ভূমিকা কী হবে? ফ্র্যাঞ্চাইজি বা স্পন্সর পার্টনার হিসেবে আদৌ কাউকে রাখা হবে কি না? থাকলেও তারা ঠিক কিভাবে থাকবে? তাদের ভূমিকা এবং ক্ষমতাই বা থাকবে কতটা? এসব এখনো অজ্ঞাত। হয়ত আজ সভা হলে অনেক কিছুই পরিষ্কার হবে। বিপিএল জট খুলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com