নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ মঙ্গলবার (১ অক্টোবর)। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘বয়সের সমতার পথে যাত্রা।’
সমাজসেবা অধিদফতর ও প্রবীণদের কল্যাণে কর্মরত সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হবে।
দিবস উপলক্ষে আজ সমাজসেবা অধিদফতর ঢাকায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া দেশব্যাপী দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল ১১টায় সমাজসেবা অধিদফতরে প্রবীণ দিবসের কার্যক্রম উদ্বোধন করবেন বলে সোমবার সমাজসেবা অধিদফতরের কর্মসূচিতে জানানো হয়েছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ।