সিটিজেন ডেস্ক: কুমিল্লায় ভটভটি উল্টে এক শিশু নিহত ও ফেনীতে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধা নিহত হয়। প্রতিনিধিদের পাঠানোর নিউজ: কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার হোমনায় ইঞ্জিনচালিত ভটভটি উল্টে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ দু’জন আহত হয়েছে। রবিবার হোমনা-মেঘনা রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জুবায়ের আহম্মেদ (১০)। সে উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের দ্বীন ইসলামের ছেলে ও মুন্সিকান্দি আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র। আহত হয়েছে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে ভটভটি চালক শাজু মিয়া (৩৫) ও অলিউল্লাহর ছেলে রাতুল (১০)। রাতুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চালককে তার স্বজনরা কুমিল্লায় চিকিৎসার জন্য নিয়ে গেছেন।
এ ব্যাপারে হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেনী প্রতিনিধি জানান, ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল চাপায় সুচিত্রা রাণী বৈষ্ণব (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বিশ্বম্বর বৈষ্ণবের স্ত্রী। রবিবার দুপুরের দিকে সোনাগাজী-ফেনী সড়কের সাতবাড়িয়ায় এ ঘটনা ঘটে। সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের গিয়াস উদ্দিন মোটরসাইকেল নিয়ে মতিগঞ্জ থেকে সোনাগাজী যাচ্ছিলেন। সাতবাড়িয়ায় পৌঁছলে সুচিত্রা রাণী রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।