শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

আবারও ঢাকায় কূটনৈতিক মিশন খুলবে আলজেরিয়া

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ২২২ বার পঠিত

অনলাইন ডেস্ক:বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ঢাকায় আবারও কূটনৈতিক মিশন চালু করবে আলজেরিয়া।

শুক্রবার বিকেলে বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের সাইড লাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ কথা জানান আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেলকাদের বেনসালাহ।

বৈঠকের পরে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, একসময় বাংলাদেশে আলজেরিয়ার কূটনৈতিক মিশন ছিল। কিন্তু তা বন্ধ হয়ে যায়।

পররাষ্ট্র সচিব জানান- বেনসালাহর বলেছেন, ‘আমরা ঢাকায় আমাদের মিশনটি পুনরায় খুলবো। আমরা মনে করি, বিভিন্ন ইস্যুতে বিশেষ করে ব্যবসা এবং রাজনৈতিক ক্ষেত্রে আমরা একই অবস্থানে রয়েছি এবং আমরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা এবং বাণিজ্য বাড়াতে চাই।’

বাংলাদেশে পুনরায় মিশন চালুর সিদ্ধান্তে আলজেরীয় প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে।

শেখ হাসিনা ন্যাম সম্মেলনে যোগদান উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলজেরিয়া সফর এবং একইসঙ্গে তার নিজের আলজিয়ার্স সফরের কথাও স্মরণ করেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com