ক্রীড়া ডেস্ক, সিটিজেন নিউজ: দেশের জনগণকে সচেতন করতে দুর্নীতি বিরোধী গানে কণ্ঠ দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদিনহো। ব্রাজিলিয়ান সঙ্গীতশিল্পী জোর্জে ভেরনিলোর সঙ্গে তার একটি গান প্রকাশিত হয়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, একটি স্টুডিওতে ভেরনিলো ও রোনালদিনিয়োর র্যাপ সং রেকর্ডিং চলছে। রোনালদোনিয়োর মাথায় কালো টুপি ও গায়ে সাদা গেঞ্জি। দ্বৈত সঙ্গীতটি মধ্যখানে এসে বিশ্বকাপ জয়ী এই ফুটবলারকে ড্রাম বাজাতেও দেখা যায়।
গানে রোনালদিনিয়োর কথাগুলো এরকম- ‘শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসাই আমাদের খেলা। আমার হৃদয়ে শত্রুর কোনো বসবাস নেই।’
২০১৮ সালের জানুয়ারিতে খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেওয়া ৩৯ বছর বয়সী রোনালদিনিয়োর এটাই প্রথম গান নয়। এর আগে তিউনিসিয়ান র্যাপার কেটুরাইমের সঙ্গেও গেয়েছেন তিনি। উইল স্মিথ, নিকি জ্যাম ও এরা ইসত্রেফির সঙ্গে গেয়েছেন গেয়েছেন ২০১৮ সালের বিশ্বকাপের থিম সং। রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে লুজনিকি স্টেডিয়ামে ড্রামও বাজিয়েছিলেন ২০০৫ সালে ব্যালন ডি’অর জেতা এই ফুটবলার।