বিনোদন ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেকআপ করা অবস্থায় রানু মন্ডলের ছবি ভাইরাল হয়। এ নিয়ে বিদ্রূপের শিকারও হন তিনি।
অবশেষে ভাইরাল হওয়া ছবির ব্যাখ্যা দিলেন রানু মন্ডলের মেকআপ আর্টিস্ট সন্ধ্যা। ইনস্টাগ্রামে দুটি ছবির কোলাজ পোস্ট করে তিনি লিখেছেন, আপনারা যেমনটা দেখছেন, আমাদের করা কাজ ও ভাইরাল হওয়া ‘নকল’ ছবির মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের কাজ নিয়ে যে হাসি-তামাশা ও বিদ্রূপ হয়েছে তা ঠিক আছে। কিন্তু কারো মনে আঘাত দেয়া ঠিক না। আমরা আশা করব আসল ও নকলের পার্থক্য বুঝবেন। আপনাদের কাছে এই একটাই চাওয়া।
সন্ধ্যার এই পোস্টে একজন মন্তব্য করেছেন, একটি ছবির জন্য তাকে নিয়ে বিদ্রূপ করি না। বরং তার ব্যবহারের জন্য এমন করা হয়। সাধারণ মানুষ ও ভক্তদের প্রতি তার আরো বিনয়ী হওয়া উচিৎ। আমাদের এই একটিই চাওয়া।
পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন চত্বরে বাস করতেন রানু মন্ডল। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নাগমা’ গানটি গেয়ে রাতারাতি সামাজিক যোগযোগমাধ্যমে আলোচিত হন। এরপর হিমেশ রেশমিয়ার হ্যাপি হার্ডি অ্যান্ড হির সিনেমার ‘তেরি মেরি কাহানি’ গানে কণ্ঠ দিয়ে বিশেষ খ্যাতি পান।