শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

হাটু প্রতিস্থাপন সার্জারী’ উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে চালু

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ২৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের হাটুতে দেখা দেয় নানা ধরনের অসুখ-বিসুখ। মানবদেহের সবচেয়ে বড় অস্থিসন্ধি হাটু। যা প্রতিদিনের দাঁড়ানো থেকে শুরু করে দৈনন্দিন কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি সন্ধি।

অধ্যাপক ডাঃ আবু জাফর বলেন, সাধারণত ৫০ বছরের পর মানবদেহে কমে আসে হাটুর কার্যক্ষমতা। আবার যেকোন বয়সের মানুষেরই দেখা দিতে পারে এই হাটুর রোগ। বিশেষ করে, ট্রমাটিক নি, জয়েন্ট ডেস্ট্রাকশন, জয়েন্ট স্টিফনেস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিসের কারণে মানুষ হাটুজনিত রোগে ভুগে থাকেন।

এবিষয়ে শুক্রবার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)।

আর এ রোগের চিকিৎসা এখন থেকে মিলবে উত্তরার স্বনামধন্য চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল-এ’।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)র তত্ত্বাবধায়নে সম্প্রতি ‘উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল-এ’ শুরু হয়েছে ‘হাটু প্রতিস্থাপন সার্জারী’।

এ বিষয়ে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহত্তর উত্তরাসহ দেশের উত্তরাঞ্চলের মানুষেরা স্বল্প ব্যায়ে হাটু প্রতিস্থাপন সার্জারী করাতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com