খুলনা প্রতিনিধি: খুলনার বাজারগুলোতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। তবে এর দামও ক্রেতাদের নাগালের বাইরে। কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৯০ টাকা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) খুলনা শহরের কয়েকটি বাজারে এই অবস্থা লক্ষ করা গেছে।
খুলনার বড় বাজারের খুচরা বিক্রেতা মো. আবু তালেব বলেন, ‘নতুন পেঁয়াজ ৩ ডিসেম্বর খুচরা বিক্রি করেছি ১৯০ টাকা। দুদিন আগে এই পেঁয়াজ আমি পাইকারিতে ১৭০ টাকা দরে কিনেছিলাম।’
খুলনার ট্রাক টার্মিনাল সংলগ্ন পাইকারি কাঁচা বাজারের মেসার্স ইমরান বাণিজ্য ভাণ্ডারের রফিকুল ইসলাম বলেন,‘নতুন দেশি পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। কিন্তু এ পেঁয়াজের দামও পুরাতন পেঁয়াজের চেয়ে কম না। ৩ ডিসেম্বর দেশি পেঁয়াজ ১৭৫ টাকা কেজি দরে কিনে এনে ১৯০ টাকা দরে বিক্রি করতে হয়েছে। পুরাতন পেঁয়াজ ১৯০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এই পাইকারি বাজারের মেসার্স জিদান বাণিজ্য ভাণ্ডারের মো. জয়নাল আবেদীন বলেন, ‘নতুন পেঁয়াজের দাম কৃষক পর্যায় থেকেই বেশি। এরপর ফরিয়া,আড়তদার হয়ে পাইকার পর্যন্ত আসতে দাম আরও বেড়ে যাচ্ছে। এরপর তা খুচরা বাজারে পৌঁছালে দাম স্বাভাবিক থাকছে না।