ক্রীড়া ডেস্ক: ২০০৯ সালে শ্রীলংকার ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার কারণে প্রায় ৬ বছর কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি পাকিস্তানে। এরপর ২০১৫ সাল থেকে সীমিত ওভারের ক্রিকেট ফিরলেও, কোনো দলই টেস্ট খেলতে যাচ্ছিলো না দেশটিতে।
অবশেষে ১০ বছর আগে হামলার শিকার হওয়া দলটিই, সেই ঘটনার পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেছে পাকিস্তানে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
সিরিজের পরের ম্যাচটি হবে করাচিতে। আগামী ১৯ ডিসেম্বর করাচির জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।