শনিবার, ১১ মে ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

৬ মুক্তিযোদ্ধার ভাতা সুবিধা পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর, ফরিদপুর এবং গোপালগঞ্জের ছয় মুক্তিযোদ্ধাকে তাদের ভাতা সুবিধা পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পৃথক পৃথক রিটের ওপর জারি করা রুল শুনানি শেষে রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে মুক্তিযোদ্ধাদের রিটের পক্ষে শুনানি করেন- সিনিয়র অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম মাতুব্বর ও অ্যাডভোকেট মো. জাহিদ চৌধুরী জনি।

অ্যাডভোকেট মো. জাহিদ চৌধুরী জনি বলেন, ‘গতকাল (১৪ নভেম্বর) ছিল বুদ্ধিজীবী দিবস এবং আগামীকাল (১৬ ডিসেম্বর) বিজয় দিবস। এরই মাঝে আজ (১৫ ডিসেম্বর) এ রায় এসেছে। এর ফলে, মুক্তিযোদ্ধা ও সূর্য সন্তানদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে বিশ্বাস করছি। এ কারণে রায় ঘোষণাকালে আদালতও বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের দেশের সূর্য সন্তান। সঠিক প্রক্রিয়ায় যাচাই-বাছাই না করে কোনো মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেয়া যাবে না।’

এর আগে, ২০১৭ সালে জাতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে ভুয়া সনদধারী মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি রিপোর্ট পাঠানো হয়। পরে মন্ত্রণালয় তাদের ৪৭তম সভায় ওই রিপোর্টটির অনুমোদন করে গেজেট প্রকাশ করে। ফলে কোনোরকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেয়ায় কয়েকজন মুক্তিযোদ্ধার ভাতা সুবিধা বন্ধ হয়ে যায়। ওই বছর নভেম্বরে এসব মুক্তিযোদ্ধারা গেজেটটি বৈধতা প্রশ্নে হাইকোর্ট রিট আবেদন করেন।

মাদারীপুরের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফকির সহ ফরিদপুর এবং গোপালগঞ্জের ছয় মুক্তিযোদ্ধা বাদী হয়ে রিটটি দায়ের করেন।

ওই রিটের শুনানি নিয়ে রিটকারী ছয় মুক্তিযোদ্ধাকে কেন ভাতা সুবিধা পুনর্বহাল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। এরপর ওই রুল যথাযথ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট। এ আদেশের ফলে ওই ছয় মুক্তিযোদ্ধা ভাতা সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com