বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে মণি সিংহের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।মণি সিংহের সংগ্রামী জীবন যুগ যুগ ধরে তরুণদের আদর্শ ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। মণি সিংহের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তিনি এসব বলেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অন্যতম প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের প্রথম সরকারের উপদেষ্টা মণি সিংহের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধে মণি সিংহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনেও তিনি অবদান রাখেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রগতিশীল আন্দোলনে রাজনৈতিক ব্যক্তিত্ব মণি সিংহ এ উপমহাদেশের বৃটিশবিরোধী আন্দোলনসহ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।