বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: আসন্ন হজে অংশগ্রহণকারী ৫৯৮টি হজ এজেন্সির মালিক/মোনাজ্জেমদের সঙ্গে মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ধর্ম মন্ত্রণালয়।
আগামী ১৬ মে সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে উক্ত মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচিতে সকল হজ এজেন্সির মালিক/মোনাজ্জেমদের আবশ্যিকভাবে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর সরকারি হজ যাত্রী মোট কোটা ৬ হাজার ৮১৬ জন। তাদের মধ্যে নিবন্ধিত হয়েছেন ৬ হাজার ৪৩৬ জন।
বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ১ লাখ ২০ হাজার জন। নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৪১০ জন। গাইড ও মোনাজ্জেম কোটা ৪ হাজার ৫৮৮ জন।