রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ভাষাসৈনিক অ্যাডভোকেট আহমেদ আলী আর নেই

  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ২৩৬ বার পঠিত

অনলাইন ডেস্ক: ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আহমেদ আলী আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে আহমেদ আলীর বয়স হয়েছিল ৯৭ বছর।

দীর্ঘদিন প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি। অ্যাডভোকেট আহমেদ আলীর প্রথম জানাজা ব্রাহ্মণবাড়িয়ার কাজলিয়া গ্রামে তাদের বাড়িতে হবে বলে এখনও জানা যাচ্ছে। পরে আসরের নামাজের পর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা শেষে শাসনগাছা কবরস্থানে তাকে দাফন করা হবে।

পূর্বপাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) এমএলএ ছিলেন আহমেদ আলী। কুমিল্লা জেলায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী হিসেবেও পরিচিত তিনি। রাজনীতি বিষয়ক তার লেখা একাধিক বই প্রকাশ হয়েছে।

আহমেদ আলী ১ মার্চ ১৯৩২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি ডিগ্রি অর্জন করেন। তার ৯ সন্তানের মধ্যে ৫ মেয়ে এবং ৪ ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com