শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বিটিআরসিকে সাড়ে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিল রবি

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ২২০ বার পঠিত
btrc-grameen-robi

অনলাইন ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ২৭ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। মঙ্গলবার প্রথম কিস্তিতে এই টাকা দেয় অপারেটরটি। রবির কাছে বিটিআরসির মোট পাওনা টাকার পরিমাণ ৮৬৭ কোটি ২৩ লাখ।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন বলেন ‘রবির কাছে পাওনা মোট ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা। এই টাকা থেকে প্রথমে ১৩৮ কোটি টাকা পাঁচ কিস্তিতে পরিশোধ করার জন্য আদালত নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী মঙ্গলবার রবি প্রথম কিস্তিতে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে।’

এদিকে গ্রামীণফোনকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ২ হাজার কোটি টাকা জমা দিতে বলেছেন আদালত। তবে এখনও গ্রামীণফোন বিটিআরসিকে টাকা দেয়নি বলে জানান তিনি।

জাকির বলেন, গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি টাকা।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি বিটিআরসির পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। পাচঁ মাসের মধ্যে পাচঁ কিস্তিতি এ টাকা পরিশোধ করতে বলেন আদালত। অন্যথায় বিটিআরসি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে আদেশ দেন আদালত।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com