সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

অভিযোগ রয়েছে তাবিথের, নেই আতিকের

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আতিকুল ইসলামসহ পাঁচজন মেয়রপ্রার্থীরই নির্বাচনী আচরণ বিধি নিয়ে কোনো অভিযোগ করেননি। তবে নির্বাচন কমিশনের (ইসি) কাছে এখন পর্যন্ত মোট সাতটি অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত মোট ৪৩টি অভিযোগ-দাবি পেয়েছি। এর মধ্যে সাতটি অভিযোগ মেয়রপ্রার্থীদের মধ্য থেকে। যদিও সবগুলো অভিযোগই করেছেন তাবিথ আউয়াল। তার ছয়টি অভিযোগই নিষ্পত্তি হয়েছে। রাজধানীর দারুস সালামে তার ওপর হামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত দেয়নি কমিশন। আর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুমতি চেয়েছিলেন। সে বিষয়েও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

আবুল কাসেম জানান, মেয়রপ্রার্থী বাদে সাংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের পাঁচটি এবং সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীরা ৩০টি অভিযোগ করেছেন। সেগুলো নিষ্পত্তি করা হয়েছে।

অধিকাংশ অভিযোগই ছিল আচরণবিধি লঙ্ঘনের। এখন পর্যন্ত মোট চারজনকে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com