শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

নাটোর, ঢাবি ও বিকেএসপির নিজ নিজ ম্যাচে বড় জয়

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ২২৭ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন স্মার্ট ফ্রিজ ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২০’ এর দ্বিতীয় রাউন্ড তথা কাপ পর্ব ও গ্রুপ পর্বে রোববার বিভিন্ন জোনে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে নাটোর, বিকেএসপি ও ঢাকা বিশ্ববিদ্যালয় নিজ নিজ ম্যাচে বড় জয় পেয়েছে।

শীতলক্ষা অঞ্চলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নাটোর জেলা ৭-১ গোলে হারায় জয়পুরহাট জেলাকে। এই অঞ্চলের অপর ম্যাচে পাবনা ও চাপাইনবাবগঞ্জের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সুরমা অঞ্চলের গ্রুপ পর্বের ম্যাচে সিলেট ও সুনামগঞ্জ গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে।

এদিকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সেবা অঞ্চলের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৭-১ গোলে উড়িয়ে দেয় বুয়েটকে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ৫-১ গোলে হারায় ঢাকা শিক্ষা বোর্ডকে।

২৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় রিউন্ডের কাপ ও প্লেট পর্বের দুই লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে কাপ ও প্লেট পর্বের ফাইনাল। কাপ পর্বের ফাইনালে বিজয়ী দল চূড়ান্তপর্বে উন্নীত হবে।

১৩ বছর পর বঙ্গবন্ধুর নামে মাঠে গড়ানো এই টুর্নামেন্টে জেলা ফুটবল দলগুলোকে পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা চিত্রা ও সুরমা জোনে ভাগ করা হয়েছে। সুরমা বাদে প্রতি অঞ্চলে আটটি করে দল রয়েছে। আট দলকে চার জোড়ায় ভাগ করে নক আউট পদ্ধতিতে ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে জয় পাওয়া চারটি দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। এই চার দলের মধ্যে আবার দুই জোড়া করে নকআউট পর্বে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে জয়ী দুটি দলের মধ্যে জোনাল চ্যাম্পিয়নের লড়াই হবে। জোনাল চ্যাম্পিয়ন দল চূড়ান্তপর্বে খেলবে। আট জোন থেকে আটটি ও সার্ভিসেস দল থেকে দুটিসহ মোট ১০টি দল চূড়ান্তপর্ব খেলবে।

সুরমা অঞ্চলে কিশোরগঞ্জ না থাকায় মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে গ্রুপ ভিত্তিক খেলছে।

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৬৩টি জেলা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড ও সার্ভিসেস দলসহ মোট ৭৮টি দল অংশ নিয়েছে।

জেলা ফুটবল এসোসিয়েশনগুলোকে এই চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে ১ লাখ ৫০ হাজার ও সার্ভিসেস,বিশ্ববিদ্যালয় ও বোর্ডকে ৫০ হাজার টাকা অংশগ্রহণ ফি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রত্যেক দলকে দুই সেট জার্সি দেওয়া হয়েছে। ঘরের মাঠে লাল জার্সি ও অ্যাওয়ে ম্যাচে সবুজ জার্সি পড়ে খেলা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com