নিজস্ব প্রতিবেদক: গত ১২ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাঃ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের কমিটি প্রকাশ করা হয়। যার মধ্যে সভাপতি পদসহ অনেকেই বিবাহিত, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও সন্তানের পিতাও রয়েছে। যা ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী।
ছাত্রলীগের গঠনতন্ত্রে সুস্পষ্ট ভাবে উল্লেখ আছে যে, বিবাহিত, ব্যবসায়ী এবং বয়স উত্তীর্ণ কেউ ছাত্রলীগের নেত্রিত্বে আসতে পারবে না।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আজাদ হোসেন মৃধা নিজে বিবাহিত, ব্যবসায়ী ও বয়স উত্তীর্ণ, যার জন্ম তারিখ ০৯/০৬/১৯৮৯। তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম “মেসার্স তামান্না ইন্সট্রাকশন”। তার বিবাহের তারিখ ২৯/০৮।২০১৯।
সহ সভাপতি পদে আছেঃ- মোস্তাফিজুর রহমান রনি যে কিনা ২০০৯ সালে কাশিয়ানী এম এ খালেক কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সহ সমাজ সেবা পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সহসভাপতি মোঃ ইয়াছিন শেখ যার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সহ সভাপতি ইমদাদুল ইসলাম স্বপন, সেও বিবাহিত। সহ সম্পাদক মোঃ হায়াত মিনা সজল বিয়ে করেছে দুই বছর আগে।