আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানের একটি গ্রামে ঝগড়ার জের ধরে সংঘর্ষে অন্তত আট জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে বহু লোক। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ঝামবিলের মাসাঞ্চিতে এ ঘটনা ঘটেছে বলে আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী তুরগামবায়েভ জানিয়েছেন।
যে স্থানটিতে সংঘর্ষ হয়েছে সেখানে সংখ্যালঘু দাঙ্গান গ্রুপ, চীনা বংশোদ্ভূত মুসলমানদের বসবাস।
সংবাদ সম্মেলনে তুরগামবায়েভ জানান, কাজাখ-কিরঘিজ সীমান্তবর্তী গ্রামটিতে প্রথম দিকে ৭০ জন এই ঝগড়ার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। পরে তাদের সঙ্গে পাশের গ্রামগুলোর ৩০০ জন যোগ দেয়। গ্রামবাসীরা এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। তাদের বন্দুকের গুলিতে দুই পুলিশ আহত হয়েছে। এছাড়া তারা ২৪টিরও বেশি বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪৭ জনকে আটক করেছে।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট কাসিম-জমারত তোকায়েভ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গ্রামগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।