রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

করোনাভাইরাসে নিহতদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর শোক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ২২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের মূল ভূখণ্ডসহ দেশটির বাইরে চীনা নাগরিকদের প্রাণ হারানোর ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক পত্রে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আজ পর্যন্ত চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৬ জনে। আর চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত ফিলিপিন ও হংকংয়ে দুই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, চীনের হুবেই প্রদেশের উহানসহ দেশটির বিভিন্ন প্রদেশ ও বাইরে করোনাভাইরাসে প্রাণ হারানোর ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক পত্রে গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

চীনের পররাষ্ট্রমন্ত্রীকে শোকবার্তায় মোমেন প্রাণ হারানোদের পরিবার এবং ভাইরাসে আক্রান্তের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, চীন সরকার খুব শিগগিরই করোনাবাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে।

চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি চীন সরকারের সহযোগিতার প্রশংসা করেন মোমেন। বার্তায় মোমেন উহান থেকে ৩১২ শিক্ষার্থীকে দেশে ফেরানো বিষয়ে চীন সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com