অনলাইন ডেস্ক: চলতি সপ্তাহে সাধারণ নির্বাচনে ভোট দেয়া ইরানিদের ইমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শত্রুদের প্রপাগান্ডার বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রটিকে জোরদার করতে তিনি এমন দাবি করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনে অংশ দেয়া ও ভোট দেয়া কেবল জাতীয় এবং বিপ্লবীই নয়, এটি আমাদের ইমানি দায়িত্ব।
মার্কিন মিত্র দখলদার ইসরাইলের কথা উল্লেখ করে তিনি বলেন, আমেরিকান ও ইহুদিবাদীদের মনের ভেতরে যেসব ষড়যন্ত্র রয়েছে, তার একটি হচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করে দেয়া।
আগামী শুক্রবার ইরানে ভোট হতে যাচ্ছে, যাতে রক্ষণশীলদের উত্থান ঘটবে বলে ধারণা করা হচ্ছে। গার্ডিয়ান কাউন্সিলের বাধার মুখে বহু উদার ও সংস্কারপন্থী এই নির্বাচনে প্রার্থী হতে পারেননি।
এতে পার্লামেন্টে প্রেসিডেন্ট হাসান রুহানির জোটের সংখ্যাগরিষ্ঠতা কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনৈতিক সংকট ঘিরে ইরানের ঘরোয়া রাজনীতিও টালমাটাল অবস্থায় রয়েছে। এ ছাড়া দেশটির সঙ্গে মার্কিন বৈরিতায় একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
এর মধ্যে পেট্রলের দাম বাড়ায় গত নভেম্বরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে ব্যাপক ধরপাকড়ের ঘটনাও ঘটেছে।