আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের আকাশে দুটি প্লেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি প্লেনই বিধ্বস্ত হয়ে গেছে, প্রাণ গেছে চার জনের।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে প্লেন দুটি বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী বাহিনী।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ছোট প্লেন দুটিতে দুজন করে আরোহী ছিলেন। ম্যাঙ্গালোর শহরের অদূরে একটি অস্ত্রাগারের পাশে ‘সশস্ত্র বাহিনীর বিস্ফোরক জোন’ বলে পরিচিতি এলাকার আকাশে দুর্ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে এমনটি ঘটেছে, তার বিস্তারিত এখনো জানা যায়নি।
স্থানীয় পুলিশ পরিদর্শক পিটার কোগের সংবাদমাধ্যমকে বলেন, প্লেন দুটিতে কারা ছিল সে বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। তবে একটি প্রশিক্ষণ প্লেন বলে জানা গেছে, অর্থাৎ নিহতদের মধ্যে একজন প্রশিক্ষক ও একজন প্রশিক্ষণার্থী ছিলেন বলে ধরা যায়।
দুর্ঘটনাকবলিত একটি প্লেন ছিল মেলবোর্নের প্রতিষ্ঠান মুরাব্বিন এভিয়েশন সার্ভিসেসের এবং আরেকটি ছিল বিচক্রাফট ট্রাভেল এয়ারের। দুটি প্লেনেরই আকাশে ওড়ার অনুমোদন ছিল।