ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
পুলিশের চোখ এড়িয়ে শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজ শেষে মুসল্লির বেশে জামায়াতের নেতাকর্মীরা লিফলেট বিলি করে দ্রুত সরে পড়েন।
লিফলেটে করোনাভাইরাস থেকে রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনার কথা তুলে ধরা হয়েছে। এছাড়া করোনার লক্ষণ ও প্রতিরোধের উপায় তুলে ধরে দেশবাসীকে আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।