নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক রুটে সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ সিদ্ধান্ত আজ শনিবার রাত ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন, থাইল্যান্ড ও হংকংয়ের (ক্যাথে প্যাসিফিক) ফ্লাইট এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কেবল যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামবে।
শনিবার (২১ মার্চ) সকালে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুধুমাত্র ৪টা ফ্লাইট বাদে মধ্যরাত থেকে সব ফ্লাইট বন্ধ করা হয়েছে।
এরই মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিমানবন্দর থেকে ৯ রুটে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করে।