শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

করোনা মোকাবিলায় কমিটি গঠন করল জাপা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলায় ২৫ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার (৩০ মার্চ) বিকেলে দলটির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে জাপার চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান সমন্বয়কারী ও মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, এস এম ফয়সল চিশতি, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, সফিকুল ইসলাম সেন্টু, পীরজাদা শফিউল আল মুনির, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দীন চৌধুরী এমপি, আব্দুস সাত্তার, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, সেলিম ওসমান এমপি, নাসির উদ্দীন মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি; স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. মো. মোস্তাফিজুর রহমান আকাশ, যুগ্ম সম্পাদক ডা. আব্দুল্লা আল ফাত্তাহ।

জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে বিশ্বে মহাবিপর্যয় নেমে এসেছে। আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের পাশাপাশি জাতীয় পার্টিও কাজ করবে। আশঙ্কা করা হচ্ছে যে, সমস্যাটি দীর্ঘস্থায়ী হতে পারে। সে কারণে জাতীয় পার্টি করোনাভাইরাসের বিস্তার পর্যবেক্ষণ, সরকারি সব মহলের সঙ্গে যোগাযোগ রক্ষা, পরবর্তী করণীয় নির্ধারণ ও বাস্তবায়নে নিয়োজিত থাকবে। সে উদ্দেশ্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com