নিজস্ব প্রতিবেদক: প্রাণসংহারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষের পাশে থেকে পুলিশ সদস্যরা যেভাবে কাজ করছে তাতে আমি নিজেকে অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছি।
আজ বৃহস্পতিবার প্রত্যেক পুলিশ সদস্যের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।
সাধারণ মানুষের পাশাপাশি নিজের পরিবারের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার তাগিদ ছাড়াও পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাহিনী প্রধান।
পুলিশ সদস্যদের সেলফোনে পাঠানো বার্তায় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য যেভাবে দেশ ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে তাতে আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছি। বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তবে, জনগণকে সেবা প্রদানের পাশাপাশি নিজের, অধীনস্ত সদস্য, সহকর্মী এবং পরিবারের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে প্রত্যেককে।
পাশাপাশি, সাধারণ মানুষকে বিশেষ পরিস্থিতিতে তাত্ক্ষণিক সেবা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেন আইজিপি।
তিনি বলেন, কোনোভাবেই যেন জনসমাগমের সুযোগ সৃষ্টি না হয়। সরকার নির্দেশিত সোশ্যাল ডিসটেন্সিং এবং হোম কোয়ারেন্টিন বাস্তবায়নে পুলিশের কার্যক্রমের বর্তমান সফল ধারা অব্যাহত রাখতে সকলকে অনুরোধ জানাচ্ছি।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে আরও দুইজনের শরীরে করোনাভাইস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে। তাদের মধ্যে ছয়জন মারা যান। আর সংক্রমণমুক্ত হন ২৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়।